রাজনীতি

ইসির সঙ্গে বিএনপির বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক : খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে এ বৈঠক হয়েছে। বৈঠকে পাঁচ নির্বাচন কমিশনার উপস্থিত আছেন। ইসি সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলায় সরকারি খরচে জনসভায় প্রধানমন্ত্রীর নৌকার পক্ষে ভোট চাওয়ার বিষয়টি অনৈতিক মনে করে বিএনপি। এ বিষয়সহ নির্বাচনসংক্রান্ত অন্যান্য বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য মঈন খান, কামাল ইবনে ইউসুফ, নজরুল ইসলাম খান প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৮/হাসিবুল/এসএন