রাজনীতি

‘সরকারের অনাচার আড়াল করতে টার্গেট তারেক’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের অনাচারের বিরুদ্ধে যে আওয়াজ উঠেছে, সেটিকে আড়াল করতেই তারেক রহমানকে টার্গেট করা হয়েছে। তারেক দেশে ফিরিয়ে আনা হবে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘প্রতিহিংসার বহিঃপ্রকাশ’ বলেও অভিহিত করেন তিনি। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির এই নেতা। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে এক সভায় বলেছেন, ‘যেভাবেই হোক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। তাকে ফেরত নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। যেভাবেই হোক তাকে দেশে ফেরত নেবো এবং বিচারের মুখোমুখি করব।’ ওই বক্তব্যের প্রসঙ্গ ধরে রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর এ বক্তব্য চরম ক্রোধ ও হিংসার বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রীর হৃদয়ে যেন প্রতিহিংসার আগুণ অনির্বাণ। জাল নথিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি করেও প্রধানমন্ত্রীর প্রতিহিংসার ঝাল মেটেনি। তিনি জিয়া পরিবারকে ধ্বংস করতে মরিয়া।’ তিনি বলেন, ‘বর্তমান সরকারের মানসপুত্র ১/১১ সরকারের নির্দয় নির্যাতনের শিকার তারেক রহমান উচ্চ আদালতের নির্দেশে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন এবং সেখানে সেদেশের আইন মোতাবেক তিনি অবস্থান করছেন, চিকিৎসা নিচ্ছেন। আওয়ামী লীগের প্রধানের মতো তিনি প্যারোল নিয়ে বিদেশে যাননি।’ তারেক রহমানকে হাতের মুঠোয় আনতে প্রধানমন্ত্রী দিশেহারা হয়ে ছুটছেন মন্তব্য করেন তিনি বলেন, ‘ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। জনগণের শক্তির কাছে কোনো দুঃশাসনই টেকে না। প্রতিবাদী চেহারা নিয়ে সংগ্রামী মানুষ রাস্তায় নামছে।’ নড়াইলে বিএনপির কর্মীসভা থেকে খালেদা জিয়ার উপদেষ্টা কবির মুরাদ এবং বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৫৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানান রিজভী। তিনি অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন। রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৮/রেজা/সাইফ