রাজনীতি

ভারতকে নিয়ে কাদেরের বক্তব্য প্রশ্নের জন্ম দিয়েছে : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী নির্বাচনে ‘ভারতের কোনো হস্তক্ষেপ থাকবে না’ বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে দাবি করে বিএনপির মহাসচিব প্রশ্ন তোলেন, ‘তাকে (ওবায়দুল কাদের) এ কথা বলার দায়িত্ব কে দিয়েছে?’ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের ১৯ জনের একটি টিম গিয়েছিল ভারতে সেই দেশের ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কিন্তু আওয়ামী লীগের নেতারা ভারত থেকে এসে কী বললেন? তারা বললেন, ভারত বলেছে, বাংলাদেশের আগামী নির্বাচনে ভারত ইন্টারফেয়ার করবে না। কথাটার অর্থ কী?’ ‘কেউ কি বলেছে ভারত বাংলাদেশের নির্বাচনে ইন্টারফেয়ার করবে? উনাকে (ওবায়দুল কাদের) কি ভারত দায়িত্ব দিয়েছে এ কথাটি বলার জন্য। এটা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না- তিনি কার কাছে থেকে এ দায়িত্ব পেলেন? তাকে কে দিল এই অধিকার?’ বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সভার আয়োজন করে ‘সম্মিলিত বৌদ্ধ নাগরিক’। একাত্তরে মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার কথা আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্বীকার করি। তাদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকুক এটা আমরা সবসময় চাই।’ দেশে এখন গণতন্ত্র নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘মানুষ তাদের কাছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। বিচার বিভাগকে তারা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। মানুষ এখন কার কাছে যাবে, কোথায় যাবে? এই ফ্যাসিবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে পরাজিত করতে হবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী, বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক বাবু দীপেন্দ নাথ, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম ও সুশীল বড়ুয়া প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/রেজা/মুশফিক