রাজনীতি

নাচতে না জানলে উঠান বাঁকা, বিএনপিকে হাছান

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নির্বাচনে হেরে বলছে, মাঠ বাঁকা ছিল, এজন্য তারা হেরেছে। কথায় আছে, নাচতে না জানলে উঠান বাঁকা, বিএনপির অভিযোগ সেরকমই।’ বুধবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাছান মাহামুদ বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি প্রথম থেকেই সচেষ্ট ছিল এবং সব ধরনের চেষ্টা করেছিল। তার পরেও খুলনা সিটিতে সুষ্ঠু নির্বাচ‌নের ম‌ধ্যে দি‌য়ে আওয়ামী লীগ বিজয় লাভ ক‌রে‌ছে।’ নির্বাচন কমিশন বিএনপির অভিযোগের কোনো সত্যতা পায়নি, দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যেসব অভিযোগ করেছিল, নির্বাচন কমিশন তদন্ত করে তার বেশিরভাগের সত্যতা পায়নি। খুলনা সিটি নির্বাচনে কোনো গোল‌যোগ হয়নি। নির্বাচনের আগেও হয়নি, নির্বাচনের পরেও হয়নি।’ তিনি বলেন, ‘বর্তমান সম‌য়ে সাংবাদিক এবং জনসাধারণ যেভাবে নজর রাখে, এর মধ্যে নির্বাচনে দুর্নীতি করা কোনোক্রমেই সম্ভব না। অতএব খুলনায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।’ এ সময় তিনি বিএনপিকে অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা রংপুর নির্বাচনের চেয়ে খুলনার সিটি করপোশেন নির্বাচনে ভালো করেছেন। এসব অভিযোগ না করে ভবিষ্যৎ নির্বাচনে ভালো করার চেষ্টা করেন। জনবিচ্ছিন্নতা থেকে উত্তরণের পথ বের করেন। জনগণের কাছাকাছি আসেন। তাহলে ভালো করবেন।’ আয়োজক কমিটির সভাপতি ওমর বিন আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- প্রাক্তন ছাত্র নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, নূর মোহাম্মদ প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৮/হাসিবুল/রফিক