রাজনীতি

‘এমপিদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ যুগোপযোগী সিদ্ধান্ত’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনে  প্রচারণায় অংশগ্রহণকে যুগোপযোগী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠ অনুষ্ঠানে এ কথা বলেন কামরুল ইসলাম। অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। খাদ্যমন্ত্রী বলেন, গতকাল নির্বাচন কমিশন এক বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন। এটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত। যেখানে বিএনপির হেভিয়েট নেতারাসহ বিভিন্ন দলের নেতারা প্রচারণায় অংশ নিতেন পারবেন সেখানে সংসদ সদস্যরা পারবে না কেন। এই বৈষম্যমূলক নীতি প্রত্যাহার প্রশংসার দাবিদার। কিন্তু এই বিষয়টিকে বিএনপি বাঁকা চোখে দেখছে। কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের শান্তি নিকেতনে গেছেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মমতা ব্যানার্জীর সাথে কথা হবে। কিন্তু প্রধানমন্ত্রীর এই যাত্রাকে তারা বাঁকা চোখে দেখছে। বিভিন্ন কথা-বার্তা বলছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে যখন সাঁড়াশি অভিযান, সেই অভিযানকেও বিএনপি বাঁকা চোখে দেখছে। বিভিন্ন ধরনের কথা-বার্তা বলার চেষ্টা করছে। বাংলাদেশ মাদকের অভয়ারণ্য হোক এটা বিএনপি চায়। এই অভিযানের প্রশংসা না করে তারা মাদকের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। বিএনপি আন্তর্জাতিক স্বীকৃত সন্ত্রাসী দল। বিএনপির চরিত্র দুষ্টগ্রহের মতো। এই দুষ্টগ্রহকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। খাদ্যমন্ত্রী বলেন, সামনে জাতীয় নির্বাচন। সেই নির্বাচন সুষ্ঠু, সুন্দর হবে। যতই অপচেষ্টা করুক না কেন নির্বাচনকে বিতর্কিত করতে পারবে না। খুলনার সিটি কর্পোরেশন যেমন গ্রহণযোগ্য হয়েছে, এই নির্বাচনও গ্রহণযোগ্য হবে। যতই অপচেষ্টা করুক নির্বাচন বা নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা সফল হবে না।   বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদ পাঠিকা রেহানা পারভীন। রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৮/মামুন খান/মুশফিক