রাজনীতি

সংলা‌পে আস‌তে সরকার বাধ্য হ‌বে : মওদুদ

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : সময় এলে সরকার নির্বাচন নি‌য়ে বিএন‌পির স‌ঙ্গে আ‌লোচনায় বস‌তে বাধ্য হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দল‌টির স্থায়ী ক‌মি‌টির সদস্য মওদুদ আহ‌মদ। শুক্রবার জাতীয় প্রেসক্লা‌বে এক আ‌লোচনা সভায় বক্তব্য রাখ‌তে গি‌য়ে এ মন্তব্য ক‌রেন তি‌নি। মওদুদ বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) বলেছেন, সংলাপের কোনো প্রয়োজন নাই। সংলাপের প্রয়োজন আপনারা বোধ করবেন। সময় এলে অবশ্যই সংলাপে আসতে এই সরকার বাধ্য হবে। এটা সময়ের ব্যাপার। এটা এখন বলা যাবে না।’ তিনি বলেন, ‘যখন আন্দোলনের মুখে… যখন যেই পরিস্থিতি সৃষ্টি হবে, সেই অবস্থার প্রেক্ষাপটেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখানে সংলাপ হতে পারে, সংলাপ ছাড়াও সমস্যার সমাধান হতে পারে। এটা নির্ভর করবে পরিস্থিতির ওপরে।’ ২০ দলীয় জোটের শরিক জাগপার প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধান ও ইসলামিক পার্টির প্রয়াত চেয়ারম্যান আবদুল মোবিনের স্মরণে এই আলোচনা সভার আয়োজন করে আদর্শ নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন। সংলাপ নি‌য়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের বক্তব্যের সমা‌লোচনা ক‌রে বিএন‌পির এই নী‌তিনির্ধারক ব‌লেন, ‘তিনি (ওবায়দুল কাদের) বলেছেন, নির্বাচনকালীন সরকারে বিএনপি থাকার কোনো সুযোগ নাই। আমরা কি তা বলছি? আমরা কি দরখাস্ত করেছি?’ ভ‌বিষ্য‌তে গণতন্ত্র ফিরিয়ে আনা বড় চ্যা‌লেঞ্জ জা‌নি‌য়ে তি‌নি সবাই‌কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্ব‌ান জানান। ‘এই চ্যালেঞ্জ মোকাবিলায় সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন সফল করার জন্য আমাদের সবাইকে এক হতে হবে।’ মওদুদ বলেন, যদি আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, সত্যিকার অর্থে একটি নির্বাচন করতে চাই, তাহলে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এটা হবে অন্যতম শর্ত। সেই সঙ্গে নির্বাচনের ৯০ দিনে আগে সংসদ ভেঙে দেওয়া, ম্যাজেস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনে সেনা মোতায়েন এবং বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের দাবিও তুলে ধরেন বিএন‌পির এই নেতা। সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপা সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহহিল মাসুদ আলোচনা সভায় বক্তব্য দেন।

 

 

রাইজিংবি‌ডি/ঢাকা/২২ জুন ২০১৮/‌রেজা/মুশফিক