রাজনীতি

‘নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপির নেতারা অযৌক্তিক কথা বলছেন’

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপির নেতারা অযৌক্তিক কথাবার্তা বলছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। সিটি নির্বাচনসহ সব নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়, প্রধানমন্ত্রীর এ বার্তা সিইসিকে জানাতেই আওয়ামী লীগের প্রতিনিধিরা এখানে এসেছেন বলেও জানান এইচ টি ইমাম। তিনি বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সরকার কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে।’ গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে প্রত্যাহারের বিএনপির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘এসপি হারুনের নামে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। গাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে যাদের নামে ওয়ারেন্ট রয়েছে শুধু তাদেরকেই তিনি গ্রেপ্তার করেছেন। বিএনপি জিতলে বলে নির্বাচনে সুষ্ঠু আর না জিতলে নির্বাচন সুষ্ঠু হয়নি।’ আওয়ামী লীগের প্রতিনিধিদলে আরো ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাক্তন সচিব রশিদুল আলম ও কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার। রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৮/হাসিবুল/রফিক