রাজনীতি

বিএনপি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়:ইনু

কুষ্টিয়া সংবাদদাতা :  তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপিকে আগে ঠিক করতে হবে তারা নির্বাচনী গণতন্ত্রে বিশ্বাস করে কিনা। নির্বাচনী গণতন্ত্রকে ব্যবহার করে আসলে বিএনপি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। শনিবার  বেলা ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, বিএনপি নির্বাচন গণতন্ত্রের ধার ধারে না। মুলত তারা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য নির্বাচনী গণতন্ত্রের সুযোগ নিচ্ছে; যাতে যুদ্ধাপরাধীরা মুক্তি পায় এবং দুর্নীতির অপরাধে দন্ডিতরা কারাগার থেকে বের হয়ে আসে। জাসদ সভাপতি বলেন,  অপরাধীদের মুক্তি দেয়াই বিএনপির মূল রাজনীতি। সেই রাজনীতির অংশ হিসেবে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে যে কোনো পন্থায় কারাগার থেকে মুক্তির চক্রান্তে তারা লিপ্ত আছে। এ সময় জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ কুষ্টিয়া/ ৩০ জুন ২০১৮/ কাঞ্চন কুমার/শাহেদ