রাজনীতি

শিক্ষার্থীদের দাবি নিয়ে বিএনপি রাজনীতি করছে: বাণিজ্যমন্ত্রী

ভোলা সংবাদদাতা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনা সবার হৃদয়ে নাড়া দিয়েছে, আমি নিজেও কেঁদেছি। কিন্তু বিএনপি সব কিছু নিয়ে পলিটিক্স করতে চায়। আমরা এ নিয়ে পলিটিক্স করি না। প্রধানমন্ত্রী নিজেও শিক্ষার্থীর মৃত্যুতে দু:খ ও শোক প্রকাশ করেছেন।’ বৃহস্পতিবার ভোলার চরফ্যাশনে আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন,  ‘বিএনপি কোনো রাজনৈতিক ইস্যু পায় না।তাই তারা যেটা পায় সেটা নিয়েই কথা বলে। সড়ক দূর্ঘটনার মতো মানবিক রাজনীতিতে টানা কারো উচিত নয়। যে চালক শিক্ষার্থীদের হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে । এতে কোনো আপোস নেই।’ এ সময় পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব,পুলিশ সুপার মোকতার হোসেন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ ,ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, বাস মালিক সমিতির সভাপতি মো. আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ভোলা/২ আগস্ট ২০১৮/ফয়সল বিন ইসলাম নয়ন/শাহেদ