রাজনীতি

সাংবাদিকদের ওপর হামলাকারীদের কঠিন সাজা : ইনু

কুষ্টিয়া সংবাদদাতা : সাংবাদিকদের ওপর হামলাকারীদের কঠিন সাজা দেওয়া হবে বলে জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সাম্প্রতিক বিশৃঙ্খলার জন্য বিএনপি-জামায়াতকে দোষারোপ করে তিনি বলেন, ‘বিএনপি এবং জামায়াত জঙ্গিরা শোকের মাসে জাতির জনকের প্রতি সমবেদনা কিংবা শ্রদ্ধা জানায় না। ওরা দিনেদুপুরে মিথ্যাচার করে ইতিহাসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।’ শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

ইনু বলেন, ‘ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে বিএনপি-জামায়াত চক্ররা ষড়যন্ত্রের আন্দোলনে পরিণত করতে ব্যর্থ হয়েছে, আর সে কারণেই তাদের গাত্রদাহ, মনের জ্বালা। ছাত্র আন্দোলনের সব দাবি মেনে নিয়ে সরকার তা বাস্তবায়ন করছে। সুতরাং ছাত্র-ছাত্রীদের কাঁধে বন্দুক রেখে কোনো পরিস্থিতিই ঘোলা করতে পারবেন না। বিএনপি-জামায়াতকে শোকের মাসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ, না হলে বুঝব তারা পাকিস্তানের মতই মিথ্যাচার আর গুজব রটনা ও ইতিহাসকে বিকৃত করছে।’ ইনু সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছে সরকার। সাংবাদিকের দাবির সাথে সরকার একমত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে এবং কঠিন সাজা দেওয়া হবে।’ এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা জাসদের সভাপতি আতা-উর-রহমান আতা, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকতা সোহেল মারুফ, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী দিনব্যাপী মিরপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। রাইজিংবিডি/কুষ্টিয়া/১১ আগস্ট ২০১৮/কাঞ্চন কুমার/সাইফুল