রাজনীতি

খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা

জ্যেষ্ঠ প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গত দুদিন আগে স্বজনরা যারা দেখা করতে গিয়েছিলেন তাদের মাধ্যমে তিনি দেশবাসী, বিশ্ব মুসলিম সম্প্রদায়, দলের নেতা-কর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদে ঘরমুখো যাত্রীরা দুর্ভোগ নিয়ে বাড়ি ফিরছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব শুধু বিরোধীদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কুৎসা রটনায় ব্যস্ত। এদিকে সড়কে লাশের সংখ্যা বেড়ে যাচ্ছে। গতকালও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮জন। গুরুতর আহত হয়েছেন শতাধিক। সড়কের বেহাল অবস্থা ও সড়ক মন্ত্রণালয়ের অব্যবস্থপনাই দুর্ঘটনার মূল কারণ।’ তিনি বলেন, ‘সড়কে মানুষকে নিরাপদে ফিরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের সাহেব। তিনি কয়েকদিন আগে বলেছিলেন এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক। কিন্তু আমরা কি দেখলাম প্রতিবারের মতো এবারের ঈদ যাত্রাও হয়েছে দুর্বিসহ বেদনাদায়ক।’ ‘বিএনপি ক্ষমতায় এলে প্রথমদিনই লক্ষ লোক হত্যা করবে’ বলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘এ উদ্ভট তথ্য তিনি কোথায় পেলেন।’ তিনি বলেন, ‘গুজব রটনার অভিযোগে যদি প্রখ্যাত আলোকচিত্রী, শিল্পি ও ছাত্র-ছাত্রীদের গ্রেফতার করে রিমান্ডে নির্যাতন করা হয়। তাহলে অসত্য উদ্ভট ও সমাজের মধ্যে উসকানি ও আতঙ্ক ছড়িয়ে গুজব সৃষ্টিকারী তোফায়েল আহমদের মতো একজন সিনিয়র রাজনীতিবিদের ব্যাপারে সরকার কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে?’ রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৮/রেজা/সাইফ