রাজনীতি

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন বি চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক : যুক্তফ্রন্ট ও গণফোরামের ঐক্য নিয়ে ইতিবাচক মন্তব্য করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। তবে নেতাদের সম্পর্কে প্রধানমন্ত্রীর নেতিবাচক মন্তব্যকে অশোভনীয় বলেও মন্তব্য করেছেন তিনি। সাম্প্রতিক প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বি. চৌধুরী মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যুক্তফ্রন্ট ও গণফোরামের ঐক্য সম্পর্কে ইতিবাচক মন্তব্য করায় আপনাকে অভিনন্দন জানাই।’ তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর এই কথার বাস্তবায়ন চাই। কথার কথা না হয়ে কার্যক্ষেত্রে সরকারের গণতান্ত্রিক মনোভাব প্রমাণ করার প্রচেষ্টা হিসেবে দেখতে চাই।’ প্রাক্তন এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘আমরা আশা করি, সকল গণতান্ত্রিক শক্তির মধ্যে বৃহত্তর একতা সৃষ্টির লক্ষ্যে আমাদের প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করা হবে না।’ তিনি বলেন, ‘নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকতে হবে। সংসদ অন্তত দুই মাস আগে ভেঙে দিতে হবে। সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে নির্বাচনের আগে ৩০ দিন এবং নির্বাচনের পর ১০ দিন মোট ৪০ দিন সামরিক বাহিনীকে শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিবে হবে (ওই সময়ের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ)। সরকারি আদেশে বন্ধ টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র মুক্ত করে সমস্ত সংবাদপত্র ও টিভি চ্যানেলকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক। আমরা গণতান্ত্রিক আবহ সৃষ্টির গ্যারান্টি চাই।’ রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৮/নঈমুদ্দীন/শাহনেওয়াজ