রাজনীতি

হাজার কোটি টাকা লুটের তদন্ত করেনি সরকার : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক, খুলনা  : গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, হাজার কোটি টাকা ব্যাংকলুটের কোনো তদন্ত করেনি সরকার। দেশের সব স্তরে দুর্নীতি ও লুট হয়েছে। সরকারি দলের নেতারা এর সঙ্গে জড়িত। খুলনায় যুক্তফ্রন্টের প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে স্থানীয় হাদিস পার্কে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় জেএসডির সভাপতি আ স ম. আব্দুর রব বলেন, ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার সরকার জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। আগামী নির্বাচনে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করুন’। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সরকার প্রধানের পদত্যাগ, মন্ত্রিসভা বাতিল, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন। নির্বাচনকালীন সরকারের কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না।’ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যে কোনো মূল্যে সরকারের ভোট চুরি ঠেকাতে হবে। জনগণ এবার ভোট দিতে চায়। মানুষ তার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষ রাজপথে নামবে।’ ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি ভোট কারচুপির একটি কৌশলমাত্র। প্রায় চার হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।’ সভায় সভাপতিত্ব করেন জেএসডির জেলা সভাপতি অ্যাডভোকেট আ ফ ম মহসীন। বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফর উল্লাহ চৌধুরী ও জেএসডির কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। রাইজিংবিডি/ ১৮ সেপ্টেম্বর ২০১৮/ খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/শাহেদ