রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে ঢাবি সাদাদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদাদল। বুধবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সাদাদলের আহ্বায়ক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ড. লুৎফর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সদরুল আমিন, ড. মো. আকতার হোসেন খান, ড. সিরাজুল ইসলাম, ড. সুকোমল বড়ুয়া, ড. মো. ছিদ্দিকুর রহমান খান, ড. মহিউদ্দিন। মানববন্ধনে অংশগ্রহণ করেন সাদাদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. মো. আবদুর রশিদ, ড. মো. আশরাফুল ইসলাম চৌধুরী, ড. মো. মুজাহিদুল ইসলাম, মো. আতাউর রহমান বিশ্বাস, ড. মো. মাসুদ আলম, আলমগীর হোসেন সম্রাট, ইস্রাফিল প্রামাণিক রতন, আল আমিন, ড. মো. শামছুল আলম, ড. মহিউদ্দীন, ড. এবিএম শহীদুল ইসলাম, নূরূল আমিন, এহসানুল মাহবুব যোবায়ের, মো. মিজানুর রহমানসহ শতাধিক শিক্ষক। সভাপতির বক্তব্যে ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশ আজ গভীর সংকটে। বাক স্বাধীনতা নেই। হামলা মামলা ও দুঃশাসনের রাজনীতি চলছে। গণতন্ত্র নেই। তারই উদাহরণ দেশের প্রাক্তন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে বন্দি। আমরা তার নিঃশর্ত মুক্তি ও বিশেষায়িত হাসপতালে চিকিৎসা দেওয়ার দাবি জানাই। তিনি বলেন, আর একমাস পর দেশের বর্তমান অবস্থা থাকবে বলে মনে হয় না। তাই সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। কলা অনূষদের সাবেক ডিন ও সাদাদলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন বলেন, সবাই জানে আজ সারা দেশে কি হচ্ছে। কেউ কোনো কথা বলতে পারছে না। বেগম খালেদা জিয়া একজন অসুস্থ মানুষ। তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ রাখা হয়েছে৷ আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক। খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। তাকে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। প্রাক্তন আহ্বায়ক অধ্যাপক আখতার হোসেন খান বলেন, একজন বর্ষীয়ান নেত্রী, বয়স্ক মহিলা বেগম খালেদা জিয়া। তার জন্য কথা বলতে আমরা এখানে দাঁড়িয়েছি। যখনই গণতন্ত্রের ওপর আঘাত আসে এদেশের মানুষ বসে থাকে না। আমাদের হারানো গণতন্ত্র ফিরিয়ে দাও। প্রতিটি মানুষ যেন তার মত প্রকাশ করতে পারে-এ সুযোগ দিতে হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা করা হচ্ছে না। মানবিক কারণে আমরা রাজপথে নেমেছি। একজন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এতে যেই ক্ষমতায় আসুক তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বেগম খালেদা জিয়াকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। আমরা চাই একটি শান্তিপূর্ণ পরিবেশ। আমরা চাই না হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসুক। সাদাদলের প্রাক্তন আহ্বায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, সরকার ক্ষমতায় বসে শেখ হাসিনা একের পর এক মামলা প্রত্যাহার করে নেন। আর খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছে। তাদের উদ্দেশ্য একটা যেনতেন নির্বাচন করে পুনরায় ক্ষমতা দখল করতে চায়। দেশে সকল মানুষ যেন তার মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। এতে যে দলই আসুক আমরা মেনে নেব। তার আগে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এবং তার সুচিকিৎসা দাবি করছি। এ চিকিৎসা তার মৌলিক অধিকার। সুকোমল বড়ুয়া বলেন, একজন মহিয়শী নারী বেগম খালেদা জিয়া। তাকে আজ একটা অযৌক্তিক মামলায় ফাঁসানো হচ্ছে। কিন্তু তিনি হতাশ হননি। এটা সবাই বুঝে। সব মানুষ সরকারের বিরুদ্ধে চলে গেছে। অনতিবিলম্বে আগামী নির্বাচনের আগে তাকে মুক্ত করে দিতে হবে।

       

রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৮/ইয়ামিন/সাইফ