রাজনীতি

আগস্ট মামলার রায়ের দিন নির্ধারণ উদ্দেশ্যমুলক: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উদ্দেশ্যমুলকভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ের দিন নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। মামলায় প্রকৃত অপশক্তিকে পর্দার অন্তরালে রেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানো হচ্ছে বলে দাবি দলটির। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  তিনি বলেন, ‘সামগ্রিক ঘটনা বিশ্লেষণে বিএনপি’র ভাবমূর্তি বিনষ্ট করা ও আওয়ামী লীগের প্রতি সহানুভুতি সৃষ্টির জন্যই এই বোমা হামলা করা হয়েছে বলে জনগণ মনে করে এবং এই মামলার রায়ের তারিখ আসন্ন নির্বাচনের পূর্বে নির্ধারণ করাটাও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ তিনি বলেন, ‘এই সরকারের আমলে বিচারের রায় কি হবে তা জনগণ ভালভাবেই জানে। নির্দোষ বেগম খালেদা জিয়াকে কুটকৌশল করে কিভাবে কারাগারে বন্দি রাখা হয়েছে তাও জনগণ জানে। যে দেশে প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে হয়, যে দেশে প্রধান বিচারপতি বিচার পান না, সেখানে বিএনপি নেতাদের বিরুদ্ধে কি বিচার হবে সেটি নিয়ে জনগণ চিন্তিত নয়।’ ‘কারণ, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বলেছেন- এই রায়ের পর নাকি বিএনপি আরও বিপদে পড়বে। তার মানে এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে, ২১ আগস্টের মামলার রায় কি তাহলে সরকারের ডিকটেশনে লেখা হচ্ছে’, বলেন রুহুল কবির রিজভী। সরকার বিচার ব্যবস্থাকে করায়ত্ত করে ২১ আগস্ট মামলায় তারেক রহমানকে ভিকটিম করেছে বলে দাবি বিএনপির এই নেতার। ২১ আগস্ট বোমা হামলার মামলায় প্রকৃত অপশক্তিকে পর্দার অন্তরালে ঢেকে রেখে বিচারিক কার্যক্রম চলা অবস্থায় চার্জশিট ফিরিয়ে এনে সম্পূরক চার্জশিট তৈরি করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়ানো হয়েছে মনের ঝাল মেটাতে। এজন্য আইনি প্রক্রিয়াকে হাতের মুঠোয় নিয়ে কুটিল চক্রান্তের মাধ্যমে তারেক রহমানকে ভিকটিম করা হয়েছে।’ দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তিনি নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৮/রেজা/শাহনেওয়াজ