রাজনীতি

সিলেটে বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৪ নেতাকর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার নগরীর বন্দর এলাকার স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের বের করা মিছিল থেকে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান। মামলায় ঘটনাস্থল থেকে আটক হওয়া জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া। মামলার আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন দণ্ডের রায়ের প্রতিবাদে নগরীতে মিছিল করেছিল স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে পুলিশের বাধায় মিছিলটি পল্ড হয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে মওদুদকে আটক করে পুলিশ। রাইজিংবিডি/ সিলেট/ ১৬ অক্টোবর ২০১৮/ নোমান/শাহেদ