রাজনীতি

সিএমএইচে ভর্তি এরশাদ, ভালো আছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তার শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়ায় তাকে রক্ত দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিএমএইচ-এ  বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন। সুস্থ হয়ে বাসায় ফিরতে আরো দু-একদিন সময় লাগতে পারে। এখন হুসেইন মুহম্মদ এরশাদ কিছুটা সুস্থতাবোধ করছেন। ভাল আছেন। হিমোগ্লোবিন কমে যাওয়া, হাঁটুর পুরান ব্যথা বৃদ্ধি, গ্যাস্ট্রিক সমস্যায় অসুস্থ হয়ে পড়েন তিনি। রোববার সন্ধ্যায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর রাতে কিছুটা সুস্থ হয়ে উঠেন তিনি। এদিকে, খবর পেয়ে রাতেই তাকে দেখতে যান স্ত্রী রওশন এরশাদ, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ নেতারা। সোমবার দুপুরে এরশাদকে দেখতে আবারো সিএমএইচে যান রওশন এরশাদ। এ সময় সেখানে বেশকিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন। এরশাদকে দেখতে সিএমএইচ-এ আসেন দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ। এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় বলেন, ‘হাঁটুর ব্যথা বেড়ে যাওয়ায় স্যারকে সিএমএইচ এ ভর্তি করা হয়। আমি সিএমএইচে স্যারকে দেখতে গিয়েছিলাম। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন।’ এ সময় এরশাদের জন্য দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চান সুনীল শুভরায়। প্রবীণ রাজনীতিবিদ এরশাদ বেশ কিছুদিন ধরে অসুস্থায় ভোগছেন। কিছুদিন আগেও তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। দেশে ফেরার পরও তিনি দুর্বল শরীর নিয়ে নিয়মিত বনানী অফিস করেন। দলের রাজনৈতিক কর্মসূচি ও দৈনন্দিন রুটিন ওয়ার্ক চালিয়ে যান। এর মধ্যে তিনি দুদিনের রংপুর সফর করেন। মহাসমাবেশ সফল করতে নেতাদের সঙ্গে, দেখা সাক্ষাৎ, বৈঠক করেন। রাতদিন পরিশ্রমের কারণে এরশাদ শারিরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং তার হাঁটুর ব্যথা বেড়ে যায়। এ অবস্থায় মহাসমাবেশের মাঠ পরিদর্শনে আসার কথা ছিল সাবেক এ রাষ্ট্রপতির। কিন্তু শরীর খারাপ থাকায় শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি। মহাসমাবেশে সকাল সাড়ে ১০টার মধ্যে এরশাদের উপস্থিত থাকার কথা ছিল। সেখানে এরশাদ মাঠে আসেন ১১.২৫মিনিটে। অসু্স্থতাবোধ করছিলেন তিনি। এ কারণে তিনি মহাসমাবেশের মত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে বসে মাত্র ১৫মিনিট বক্তব্য রাখেন, যা আর কখনো ঘটেনি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন এবং নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিএমএইচ এ ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান। একইসঙ্গে এরশাদের সিএমএইচ এ ভর্তি নিয়ে বিভ্রান্ত না হতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৮/নঈমুদ্দীন/সাইফ