রাজনীতি

জাপার মনোনয়ন ফরম বিক্রি ১১ নভেম্বর থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি ১১ নভেম্বর শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। ফরম বিক্রির শেষ সময় ১৪ নভেম্বর। ফরম পূরণ করে ১৫ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে হবে। মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ৩০ হাজার টাকা। তবে জাতীয় পার্টির নেতাদের মধ্যে যারা মনোনয়নপ্রত্যাশী তাদেরকে (প্রেসিডিয়াম থেকে কেন্দ্রীয় সদস্য পর্যন্ত) অবশ্যই মনোনয়ন ফরম সংগ্রহের আগে পার্টির মাসিক বকেয়া চাঁদা পরিশোধ করতে হবে। ১১ নভেম্বর সকাল ১০টা থেকে গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে মনোনয়ন ফরম বিক্রি হবে। আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রির উদ্বোধন করবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রথমে তিনি নিজেই মনোনয়ন ফরম কিনবেন। এ সময় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের ও দলের মহাসচিবসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৮/নঈমুদ্দীন/রফিক