রাজনীতি

গ্রেপ্তার আতঙ্কে ভিড় কমেছে নয়াপল্টনে

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির প্রথম তিন দিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপচেপড়া ভিড় থাকলেও বৃহস্পতিবার অনেক কম নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেছে। বিএনপি মনোনয়ন বিক্রির পঞ্চম দিন আজ। চলবে শুক্রবার পর্যন্ত। নেতা-কর্মীরা বলছেন, বুধবারের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে অনেকে কার্যালয়ে আসছে না। তবে অলিতেগলিতে তাদের অবস্থান আছে। বুধবার মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হওয়ায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের উভয়পাশে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের পদক্ষেপের এক পর্যায়ে বাকবিতন্ডার পর সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এদিকে, বৃহস্পতিবার নেতা-কর্মীরা মনোনয়ন ফরম কিনতে আসলেও উপস্থিতি বেশ কম। তবে কার্যালয়ের  আশপাশের অলিগলিতে নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিজয়নগর নাইটেঙ্গেল মোড়ে পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে। নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সকাল মিছিল করেছে  কার্যালয়ের সামনে। সকাল সোয়া ১১টার দিকে পার্টি অফিসে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা পল্টন এলাকা প্রদক্ষিণ কর।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৮/রেজা/সাইফ