রাজনীতি

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই : কমিউনিস্ট পার্টি

জ্যেষ্ঠ প্রতিবেদক : আসন্ন একাদশ সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০১তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় দলটির নেতারা এ অভিযোগ করেন। এর আগে জাতীয় প্রেসক্লাব থেকে দলটির নেতাকর্মীরা লাল পতাকা মিছিল বের করে। মিছিলটি রাজধানীর পল্টন, বায়তুল মোকাররম হয়ে তোপখানা রোডে পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পার্টির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ডা. এম এ সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের সাম্যবাদী দলের সম্পাদক হারুন চৌধুরী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশের সমতা পার্টির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, বাংলাদেশের শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আল খালিদ বিন মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, মাসুদুল আলম জয়, রফিকুল ইসলাম, বাবু, সামছুল আলম সরকার প্রমুখ। ডা. এম এ সামাদ বলেন, অতীতে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি। সেই অভিজ্ঞতার আলোকে জনগণ মনে করে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনও সরকারের পাতানো নির্বাচন, সিট ভাগাভাগি আগেই হয়ে গেছে। এখন শুধু ঘোষণা বাকি আছে। তিনি অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন হলো ঠুঁটো জগন্নাথ, সরকারের পক্ষপাতদুষ্ট। সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্যই কাজ করছে। সকল বিরোধী দল নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করলেও কোনো দলের কথাতেই কর্ণপাত না করেই নির্বাচন কমিশন ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, বিরোধী পক্ষ নির্বাচন পেছানোর দাবি জানালেও নির্বাচন কমিশন সে দাবির প্রতি ন্যূনতম সম্মান না দেখিয়ে সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচন পেছানো সম্ভব নয়। কাজেই সরকারের এই পাতানো নির্বাচনের ফাঁদে পা দেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর ভেবে দেখা উচিৎ। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য রাজপথে লড়াইয়ের কোনো বিকল্প নেই। রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৮/নঈমুদ্দীন/রফিক