রাজনীতি

‘হাতপাখায় ব্যালট বিপ্লব ঘটাতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটানোর আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শুক্রবার রাজধানীর ভাটারায় আইসাইদ মিলনায়তনে ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ঘুরে ফিরে কালো টাকার মালিক ও পেশীশক্তিগুলো নির্বাচিত হলে জাতির কোনো কল্যাণ হবে না। দুর্নীতি, দুঃশাসন ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলকে ইসলামের সুমহান ছায়াতলে ফিরে আসতে হবে। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ অন্যান্য নেতৃবৃন্দ। মনোনয়নপত্র বিতরণ শনিবার : শনিবার সকাল ৮টা থেকে দিনব্যাপী দুই পর্বে রাজধানী পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র বিতরণ করা হবে। দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেবেন। রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৮/নঈমুদ্দীন/রফিক