রাজনীতি

ইসির দৃষ্টি আকর্ষণ করলেন ওবায়দুল কাদের

সচিবালয় প্রতিবেদক : দণ্ডিত ও পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটা জাতির কাছে বলতে পারি যে, একজন দণ্ডিত, পলাতক আসামি এ ধরনের বক্তব্য দিতে পারে কি না? ওবায়দুল কাদের বলেন, একটা দিক হচ্ছে, আমি জাতির কাছে এর বিচার চাইছি। আরেকটা হচ্ছে, নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি যে, দুটি মামলায় একটিতে ৭ বছর ও আরেকটিতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত একজন বিদেশে আছেন পলাতক,  এভাবে ভিডিও কনফারেন্স করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে কি না? একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে রোববার সকালে। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন বলে সংবাদ প্রকাশ হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৮/নঈমুদ্দীন/রফিক