রাজনীতি

রানার বদলে বাবা, বদির পরিবর্তে স্ত্রী

সচিবালয় প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়ছেন বিতর্কিত সংসদ সদস্য  আমানুর রহমান খান রানা ও আব্দুর রহমান বদি। মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি রানার জায়গায় তার বাবা আতাউর রহমানকে এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাংসদ আব্দুর রহমান বদির জায়গায় তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরীকে মনোনয়ন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। তিনি আরো বলেন, সারা দেশে এ দুটি আসন নিয়ে কিছুটা বিতর্কিত অবস্থার অবসান ঘটাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবার থেকেই তো প্রার্থী হচ্ছে, সাংবাদিকদের এ কথার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিবারের সবাই কি খারাপ লোক? আর যার কথা বলা হচ্ছে, সে খারাপ লোক, সেটা কি প্রমাণিত? বদি সম্পর্কে যে অভিযোগ আছে, সেটা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন? তারপরেও আমরা সেখানে বিকল্প বেছে নিয়েছি। তিনি বলেন, টাঙ্গাইলের সাংসদ একটি মার্ডারের (হত্যা) অভিযোগে কারাগারে রয়েছেন। আপনাদের একটা কথা বলি, সার্ভে রিপোর্টে টাঙ্গাইলে এগিয়ে আছে রানা, অনেক বেশি ব্যবধানে। কক্সবাজারেও এগিয়ে রয়েছে বদি। তারপরেও তাদের বাদ দিয়েছি। রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৮/নঈমুদ্দীন/রফিক