রাজনীতি

জাপা ছাড়লেন এরশাদের উপদেষ্টা রিন্টু আনোয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক : মনোনয়নকে কেন্দ্র করে ক্ষোভে জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা রিন্টু আনোয়ার। বৃহস্পতিবার দুপুরে পার্টির চেয়ারম্যানের হাতে এ পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হয়। পদত্যাগপত্রে রিন্টু আনোয়ার বলেন, ‘উদ্ভূত প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় আমার মনে হয় আমাদের আর একসাথে রাজনীতি করা সমীচীন হবে না।’ জাপা থেকে পদত্যাগ করলেও রিন্টু আনোয়ার পদত্যাগপত্রে হুসেইন মুহম্মদ এরশাদের সুস্বাস্থ্য, সফলতা ও জাতীয় পার্টির মঙ্গল কামনা করেন। জানা গেছে, পদত্যাগী রিন্টু আনোয়ার হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টার পাশাপাশি দীর্ঘদিন ধরে ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বে ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মহাজোটের হয়ে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী ছিলেন রিন্টু আনোয়ার। এবারও তিনি ছিলেন এই আসনে একমাত্র মনোনয়নপ্রত্যাশী। একাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্রও সংগ্রহ করেন তিনি। কিন্তু হঠাৎ করে দৃশ্যপটে হাজির হন ওয়ান ইলেভেনের আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী্। এই আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। মুহূর্তেই সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের মনোনয়নপত্র কেনার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে কপাল পোড়ে রিন্টু আনোয়ারের। চাউর হয়, তিনি আর এই আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাচ্ছেন না। জানা গেছে, মহাজোট থেকে জাতীয় পার্টির হয়ে মাসুদ উদ্দিনের মনোনয়ন অনেকটা নিশ্চিত। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন রিন্টু আনোয়ার। নির্বাচন করার আশায় তিনি বছরের পর বছর ধরে অলি-গলি ঘুরে দলকে সুসংগঠিত করেছেন। দলের দুঃসময়ে তিনিই জাতীয় পার্টির হাল ধরেন। শেষ মুহূর্তে মনোনয়ন না পাওয়ায় পার্টির চেয়ারম্যানের ওপর চরম ক্ষুব্ধ হন রিন্টু আনোয়ার ও তার অনুগত ফেনী জেলার নেতাকর্মীরা। এই অভিমানকে কেন্দ্র করে ক্ষোভে-অভিমানে শেষ পর্যন্ত জাতীয় পার্টি থেকে সরে দাঁড়ান রিন্টু আনোয়ার। পদত্যাগের কথা স্বীকার করে রিন্টু আনোয়ার বলেন, ২০টি বছর হুসেইন মুহম্মদ এরশাদের সাথে সততা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে কাজ করেছি। কিন্তু আমার প্রতি যে অবিচার ও অসম্মানের ঘটনা ঘটেছে তাতে আমি মর্মাহত। সে বিবেচনায় আমার আর পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাথে কাজ করা সমীচীন হবে না বলে মনে করি। এজন্যই আমি পার্টির সকল পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। রাইজিংবিডি/ঢাকা/২২ নভেম্বর ২০১৮/নঈমুদ্দীন/রফিক