রাজনীতি

এরশাদের আসনে মনোনয়নপত্র নিলেন জেলা আ.লীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, রংপুর : জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ। এই আসনে মহাজোটের প্রার্থী জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ। মঙ্গলবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলীয় নির্দেশে রংপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন মমতাজ উদ্দিন নিজেই। তিনি জানান, কেন্দ্রের নির্দেশে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।  এ বিষয়ে কেন্দ্র থেকে চিঠি আসার কথা রয়েছে। দলের সভাপতি প্রধানমন্ত্রী যে নির্দেশ দিবেন তা মেনে নেওয়ার কথা বলেছেন তিনি। এদিকে দলের একটি নিভযোগ্য সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত মহাজোটের শরিক দল জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বনিবনা না হলে মমতাজ উদ্দিন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেক্ষেত্রে দলীয় মনোনয়নের চিঠি তার কাছে পাঠানো হবে। যদি জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয় তাহলে দলীয় নির্দেশে মমতাজ উদ্দিনকে মনোনয়ন প্রত্যাহারের জন্য বলা হবে। রাইজিংবিডি/রংপুর/২৭ নভেম্বর/নজরুল মৃধা/এনএ