রাজনীতি

‘আমাদের কিছুই করার নেই’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। এখানে আমাদের কিছুই করার নেই। উই হ্যাভ নাথিং টু ডু।’ সোমবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনের আইনে আছে মনোনয়ন বাতিল করার কথা। সরকার কোনোভাবেই এর সঙ্গে সম্পৃক্ত না। যদি তাই হতো, তাহলে কি আমাদের সবচেয়ে বড় শরিক দল জাতীয় পার্টির মহাসচিব বাদ পড়বেন, এটা কি আমরা চাইব? খালেদা জিয়ার বিষয়টিতো আদালত আগেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। দুই বছরের বেশি যারা কারাদণ্ডে দণ্ডিত, তারা নির্বাচন করতে পারবেন না। এটা উচ্চ আদালতের সিদ্ধান্ত, উই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট। আমাদেরও তো অনেকে বাদ গেছে, সেখানে আমাদের কি করার আছে? মনোনয়নপত্র যেসব কারণে বাতিল হয়, সেগুলো তো নির্বাচন কমিশন সবসময় আমলে নেয়। নতুন করে তো কোনো আইন করা হয়নি।’ ২০ দলীয় জোট নেতা কর্নেল অলি আহমেদ লেভেল প্লেয়িং ফিল্ড না পেলে ভোট বর্জনের যে ইঙ্গিত দিয়েছিলেন সে প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘অলি আহমেদ সাহেব আমাকে ফোন করেছিলেন। তিনি কিছু কিছু সমস্যা তুলে ধরেছিলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে। আমি তখনই তাকে বলেছি যে দেখুন, এখন তো প্রশাসন, পুলিশ, নির্বাচন সব কমিশনের অধীনে। তারপরও আমি দলের সেক্রেটারি হিসেবে চেষ্টা করব, যাতে আপনার এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড কোনোভাবে ক্ষুণ্ন না হয়। আমি সেখানে প্রশাসনের সঙ্গে কথা বলেছি।’ ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই একতরফা কোনো কিছু সৃষ্টি করে নির্বাচনে লড়াই করতে চাই না। গণতন্ত্র দুই চাকার একটি সাইকেল। একচাকা ক্ষমতাসীন দল এবং আরেক চাকা বিরোধী দল। কোন চাকায় কে থাকবে এটা জনগণই সিদ্ধান্ত নেবে। ফাঁকা মাঠে গোল দেবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের ইচ্ছে কখনো পোষণ করেন না। ফাঁকা বুলি দিতে চাই না, আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই।’ রাইজিংবিডি/ঢাকা/৩ ডিসেম্বর ২০১৮/নূর/সাইফুল