রাজনীতি

ইসি-সরকার আঁতাতের প্রমাণ দিন: কাদের

নিজস্ব প্রতিবেদক : সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের  (ইসি) আঁতাতের প্রমাণ চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীতে হাইকোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের সঙ্গে আঁতাত করে ইসি বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে-এমন কোনো প্রমাণ থাকলে আমাদের দিন। নির্বাচনের আর আছে ২৪ দিন। যারা এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলবে, বুঝতে হবে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বর্তমানে নির্বাচন কমিশন পুনর্গঠন করার মতো অবস্থা নেই।’ এর আগে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৮/নূর/সাইফ