রাজনীতি

‘মাঠে ভোট না থাকায় হামলাকে বেছে নিয়েছে আ. লীগ’

জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচনী মাঠে আওয়ামী লীগের ভোট নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এজন্য দলটি প্রতিপক্ষের ওপর হামলার পথ বেছে নিয়েছে। বিএনপির এই নীতি নির্ধারকের পর্যবেক্ষণ, নির্বাচনের শেষ দিন পর্যন্ত এই ‘নৈরাজ্য আচরণ’ অব্যাহত রেখে কেন্দ্র দখলের কৌশল নিয়েছে আওয়ামী লীগ। বুধবার নিজের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা তুলে ধরতে গিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। মওদুদ আহমদ বলেন, ‘সরকারি দলের সবকিছু আছে, কিন্তু তাদের মাঠে-ময়দানে কোনো ভোট নেই। এই বাস্তবকাতে বুঝেই তারা সন্ত্রাস ও নৈরাজ্যকে বেছে নিয়েছে এবং নির্বাচনের দিন পর্যন্ত এই নৈরাজ্যজনক আচরণ অব্যাহত থাকবে। কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন আদৌ হবে কি–না সারা দেশের সব শ্রেণির মানুষের মধ্যে এই প্রশ্নটি এখন প্রকটভাবে দেখা দিয়েছে।’  তার নির্বাচনী এলাকার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ধানের শীষের এই প্রার্থী বলেন, তার নির্বাচনী এলাকার  কবিরহাটে পথসভার করার জন্য অনুমতি নেওয়া হলেও আওয়ামী লীগ সমর্থকরা হামলা চালিয়ে বিএনপির শতাধিক নেতা-কর্মীদের আহত করেছে। পরে তাকে আর কবিরহাটে পথসভা করতে দেওয়া হয়নি। বিষয়টি জানিয়ে নোয়াখালী জেলা রিটার্নিং অফিসার, কবির হাট উপজেলা সহকারী রিটার্নিং অফিসার, পুলিশের এসপি ও ওসির সঙ্গে কথা বলেও পথসভাটি করা যায়নি। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘গত ৯দিন ধরে  আমার নির্বাচনী এলাকার শতাধিক নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে তাদের আহত করেছে এবং তাদের ভয়ভীতি দেখানো হয়েছে, যাতে তারা নির্বাচনী কোনো কাজে অংশগ্রহণ করতে বিরত থাকে। নির্বাচনী এলাকায় কোনো সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই। লেভেল  প্লেয়িং ফিল্ড দূরের কথা এখন সর্বত্র বিরাজ করছে আন-লেভেল প্লেয়িং ফিল্ড। সারা দেশে একই অবস্থা।    কাদেরের বিরুদ্ধে মওদুদের অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মওদুদ আহমদ বলেন, ‘মন্ত্রী মহোদয় ৭/৮টি গাড়িসহ শতাধিক মটরসাইকেল বহর নিয়ে সরকারি সমস্ত সুযোগ সুবিধা ব্যভহার করে ক্ষমতা ও প্রভাব দেখিয়ে সর্বত্র ঘুরে ড়োন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চের ওপর দাড়িয়ে মাইক ব্যবহার করে বক্তব্য দেন। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এসপি, ওসির কাছে বারবার লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুফল পাওয়া যায় নাই।’ সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, মঙ্গলবার রাতে ভাটারা থানা ৪০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান কাফিল উদ্দিনকে মারধনের পর ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে।’  এ সময় সারা দেশ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা-গ্রেপ্তাররের খণ্ড চিত্র প্রতিদিনের মতো ধারাবাহিকভাবে তুলে ধরেন তিনি। বিএনপির নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট সরকার ব্লক করে দিয়েছে অভিযোগ করে দ্রুত তা খুলে দেওয়ার দাবির জানান দলটির দপ্তরের দায়িত্বে থাকা এই নেতা। এ সময় তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী নিলুফার ইয়াসমিন চৌধুরী মনির ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন ধরনের হুমকি ও নেতিবাচক অশ্লীল প্রচার চালানো হয়েছে।     রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৮/রেজা/সাইফ