রাজনীতি

সালাহ্উদ্দিনের ভাগ্নেকে আটকের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদের ভাগ্নে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোমিন উল্লাহ মুকুলকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। সালাহউদ্দিন আহমেদের প্রধান নির্বাচনী সমন্বয়কারী তানভীর আহমেদ রবিন বলেন, ‘গত শনিবার রাজধানীর বসুন্ধরা শপিং মার্কেটের সামনে থেকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। আটকের ৪৮ ঘণ্টা পরও মোমিনকে গ্রেপ্তার না দেখানোয় আমরা আতঙ্কিত, উদ্বিগ্ন।’ তিনি বলেন, ‘তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তাকে বিচারের মুখোমুখি করতে আদালতে হাজির করা আইনের মধ্যে পড়ে। মোমিনকে অবিলম্বে আদালতে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’ খালেদা জিয়ার জন্য ভোট চাইলেন সালাহ্উদ্দিন : কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট চেয়ে এলাকা চষে বেড়াচ্ছেন ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদ। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত কদমতলী-শ্যামপুরের বিভিন্ন অলিগলিতে শতাধিক নেতাকর্মী নিয়ে চষে বেড়ান তিনি। এ সময় সাংসদ থাকাকালীন এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে ধানের শীষে ভোট দিয়ে তাকে পুনরায় নির্বাচিত করতে অনুরোধ জানান তিনি। ধানের শীষের প্রার্থী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে নির্বাচনও করতে দেওয়া হয়নি। আপনার একটি ভোট তাকে মুক্ত করবে। ৩০ তারিখ আপনার মূল্যাবান রায়টি ধানের শীষে দিন।’ এর আগে পূর্ব ধোলাইপাড় থেকে দিনের নির্বাচনী প্রচার শুরু করেন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত এই প্রার্থী। এরপর পশ্চিম ধোলাইপাড়, ধোলাইপুর উচ্চ বিদ্যালয়, উত্তর জুরাইন পাইপ রাস্তা, জুরাইন রেলগেট বাজার, নতুন জুরাইন, কদমতলীর আলমবাগ, খাজা মঈনুদ্দীন চিশতী রোড, শ্যামপুর বহুমূখী হাইস্কুল রোডসহ এলাকার বিভিন্ন অলিগলিতে প্রচার চালান সাল্উাদ্দিন আহমেদ। এদিকে, রাজধানীর বাড্ডা এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী শামিম আরা বেগম। সেনাবাহিনী নামায় নির্বিঘ্নে কাজ করার আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই প্রার্থী বলেন, ‘এতদিন ধানের শীষের সব পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। নানা বাধার কারণে গনসংযোগ করা যায়নি। এখন আবার সব এলাকায় পোস্টারিং করা হবে।’ এ সময় বাড্ডা হোসাইন মার্কেট, স্বাধীনতা স্বরণি এবং পূর্বপাড়া এলাকায় জনগণের কাছে লিফলেট বিতরণ করে ভোট ও দেয়া চান তিনি। রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৮/রেজা/রফিক