রাজনীতি

বৈঠকে ঐক্যফ্রন্ট ও ২০ দলের নেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচন কমিশনের (সিইসি) সঙ্গে বৈঠক বর্জন করার পর পরবর্তী সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকের আগে সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী নামার পরও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। আজ বিকেলে নির্বাচনী প্রচারণার সময় হামলা হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন বর্জন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে সুব্রত চৌধুরী বলেন, ‘না। আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করব।’ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত রয়েছেন। এর আগে দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠককালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন, এ অভিযোগ এনে বৈঠক বর্জন করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৮/রেজা/রফিক