রাজনীতি

নির্বাচন ইস্যুতে সংলাপ হবে না : কা‌দের

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের বলেছেন, ‘নির্বাচনে ভরাডুবি পর ঐক্যফ্রন্টের সংলাপের দাবি হাস্যকর। দেশে-বিদেশে নির্বাচন প্রশংসিত, তাই নির্বাচন নিয়ে সংলাপ হবে না।’ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে হোয়াইট কনভেনশন সেন্টারে উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতার পরে আওয়ামী লীগের এ বিজয় একটি বড় বিজয়। এ বিজয় আওয়ামী লীগের ঐক্যের বিজয়। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে সব সময় বিজয়ী হয়।’ তি‌নি ব‌লেন, ‘নির্বাচন নিয়ে জাতিসংঘ আমাদের সরকারকে শুভেচ্ছা জানিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তাছাড়া বিশ্বের অন্যান্য দেশও শুভেচ্ছা জানিয়েছে।’ উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হবে, জা‌নি‌য়ে আওয়ামী লীগের সাধারণ সম্প‌াদক ব‌লেন, ‘আমরা জোটগতভাবে উপজেলা পরিষদ নির্বাচন কখনো করিনি, এবারও করব না।’ তি‌নি বলেন, সংশ্লিষ্ট উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি তাদের স্বাক্ষরসহ সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবেন। সেখান থেকে উপজেলা নির্বাচন মনোনয়ন বোর্ড একজন প্রার্থীকে মনোনয়ন দেবে। এছাড়া, জরিপে যারা এগিয়ে এবং যোগ্য তাদের মনোনয়ন দেওয়া হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্ত‌ব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়েছে। দেশের মানুষ সন্ত্রাস, জঙ্গিবাদে বিশ্বাস করে না। এই নির্বাচন ও ভোটের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার হাতে দেশ থাকলে আর কোনো দিন পথ হারাবে না।’ গায়েবি মামলা সম্পর্কে বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গায়েবি মামলা বলতে কিছু নাই। সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার কারণে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত নয়, এমন কাউকে গ্রেপ্তার করা হয়নি।’ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উত্তর আওয়ামী লীগের সাদেক খান প্রমুখ। রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৫ জানুয়া‌রি ২০১৮/‌রেজা/রফিক