রাজনীতি

টি আই এম ফজলে রাব্বি চৌধুরী স্মরণসভা

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী মরহুম ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর স্মরণসভা বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি (জাফর) আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় পার্টির মহাসচিব ও প্রাক্তন মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এ এস এম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, নওয়াব আলী আব্বাস খান, মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট সফিউদ্দিন ভূইয়া, আলহাজ্ব সেলিম মাস্টার, মরহুম ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর মেঝো ছেলে মইনুর রাবিব চৌধুরী, জাপার সাংগঠনিক সম্পাদক কাজী মো. নজরুল, মহাসিন সরকার, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ভাসানী অনুসারী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. কামরুল হুদা প্রমুখ। সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী মরহুম কাজী জাফর আহমদ ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৯/নঈমুদ্দীন/সাইফ