রাজনীতি

এরশাদ ভালো আছেন : জি এম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ছোট ভাই জি এম কাদের এমপি। সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে, আশা করি তিনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এরশাদের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতি থাকাকালে, হুসেইন মুহম্মদ এরশাদ দেশে সুশাসন প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেছিলেন। আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে তৃণমূল পর্যায়ে বিচার ব্যবস্থা নিয়ে গেছেন, উপজেলা পদ্ধতি প্রণয়ন, রাস্তা-ঘাট ও ব্রিজ নির্মাণ করে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। এ কারণে আজো মানুষ এরশাদকে মনে রেখেছেন। জি এম কাদের বলেন, নব্বই পরবর্তী দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তার ভিত্তি তৈরি করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। স্বাধীনতা পরবর্তী সময়ে শুধু এরশাদের আমলেই দেশে দুর্নীতি তুলনামূলকভাবে কম ছিল। মানুষের মধ্যে শান্তি ও স্বস্তি ছিল, মানুষের জীবনের নিরাপত্তা ছিল। তাই মানুষ আবারো এরশাদের সেই সোনালী শাসনামল ফিরে পেতে চায়। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান, রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় নেতা শফিউল্লাহ শফি, সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, হাসিবুল ইসলাম জয়, গোলাম মোস্তফা, সৈয়দা পারভীন তারেক, ডা. সেলিমা খান, নিগার সুলতানা রানী প্রমুখ উপস্থিত ছিলেন। পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, শক্তিশালী বিরোধীদল হিসেবে জাতীয় পার্টি জাতীয় সংসদে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের হতদরিদ্র মানুষের কথা বলেতে জাতীয় পার্টি কখনোই পিছপা হবে না। গঠনমূলক সমালোচনা এবং সংসদীয় রীতিনীতি অনুসরণ করে গণমানুষের পক্ষে অবস্থান নেবে জাতীয় পার্টি। এরশাদের জন্য দোয়া মঙ্গলবার মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৯/নঈমুদ্দীন/সাইফ