রাজনীতি

ডিএনসিসি: মনোনয়ন ফেরত পেলেন জাপার শাফিন

নিজস্ব প্রতিবেদক: মনোনয়ন ফেরত পেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বুধবার আপিল শুনানি শেষে মনোনয়ন ফেরত পান তিনি। আপিলে শাফিনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। এর আগে ঋণ খেলাপি দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। পরবর্তী সময়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করলে শাফিন। মেয়র পদে মোট ৬ জন ভোটে লড়ছেন। তারা হলেন আওয়ামী লীগের মো. আতিকুল ইসলাম, জাতীয় পার্টির সংগীত শিল্পী শাফিন আহমেদ, পিডিপির শাহীন খান, এনডিএম এর ববি হাজ্জাজ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার পর যাচাইবাছাই হবে ২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে ২৮ ফেব্রুয়ারি ভোট হবে নির্বচনী এলাকায়। রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৯/হাসিবুল/শাহনেওয়াজ