রাজনীতি

সুন্দর ঢাকা উপহার দিতে চান আতিকুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ আর রাস্তাঘাটের উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে একটি সুন্দর ঢাকা উপহার দেওয়ার অঙ্গীকার করে গণসংযোগে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম। সোমবার রাজধানীর উত্তরখানে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করে গণমাধ্যমের কাছে এই প্রতিক্রিয়া দেন তিনি। এর আগে উত্তরখান শাহ কবির মাজার জিয়ারত করেন তিনি। আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তরকে আধুনিক করার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। তাই আগামী ২৮ ফেব্রুয়ারি দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’ ‘আমরা যদি মন দিয়ে সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারি তাহলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে পারব। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার করে আপনাদের একটি সুন্দর ঢাকা শহর উপহার দিতে পারবে।’ নির্বাচিত হলে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতে হলে অবশ্যই আমাদের খেলার মাঠের কোনো বিকল্প নেই। তাই আমরা খেলার মাঠ করে দেব। যাতে করে খেলার মাঠে এসে আমাদের নতুন প্রজন্ম সঠিক দক্ষতায় বেড়ে ওঠে।’ ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে আতিকুল বলেন, ‘নতুন যে ওয়ার্ডগুলো রয়েছে তাদের যে কাউন্সিলর হবে আমি তাদেরকে নিয়ে নতুন ওয়ার্ডগুলোকে নতুনভাবে সাজাব এবং একটি সুন্দর ওয়ার্ড দিতে পারব বলে আমি আশা করি। আমি কারো স্বপ্ন, আশা বৃথা যেতে দেব না।’ রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৯/রেজা/সাইফ