রাজনীতি

‘বিএনপির জনপ্রিয়তা কত তলানিতে, ডাকসু নির্বাচন তার প্রমাণ’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) বিষয়ে বিএনপি যেভাবে গুরুত্ব দিয়ে বারবার সংবাদ সম্মেলন করছে তার কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদের নির্বাচন। সেটা নিয়ে আমাদের মূল দলের এত আলোচনা থাকবে কেন?’ ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও অগ্নিঝরা মার্চ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘স্বপ্ন ফাউন্ডেশন’। মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমরা দেখলাম, বিএনপির অফিস থেকে আবাসিক নেতা রুহুল কবির রিজভী বারবার ডাকসু নির্বাচন নিয়ে ব্রিফিং করেই যাচ্ছেন। মনে হচ্ছে, এটা মূল দলের নির্বাচন হচ্ছে। বিএনপির এই আবাসিক নেতা নিশ্চই ডাকসুর ফলাফল দেখেছেন। তিনি যদি মনে করেন ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের একটি অংশ, তাহলে নিশ্চয়ই তিনি প্রমাণ পেয়েছেন, বিএনপির জনপ্রিয়তা কোন তলানিতে গিয়ে ঠেকেছে।’ তিনি বলেন, ছোট-খাটো ঘটনা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠু হয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে কিছু ভুল বোঝাবুঝি ছিল। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই অন্যান্য প্যানেল থেকে শিক্ষার্থীরা জয়লাভ করেছে। তিনি আরো বলেন, ছাত্রলীগের সভাপতি নির্বাচিত ভিপিকে আলিঙ্গন করে প্রমাণ করেছেন, ছাত্রলীগ সেই ধরনের সংগঠন, যারা পুরো দেশকে নিয়ে ভাবে। আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশা পূর্ণ করতে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে। পরিপূর্ণভাবে আস্থা রাখতে পারেনি। ভবিষ্যতেও সকল ছাত্রছাত্রীর অভিভাবক হিসেবে পূর্ণ আস্থা নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন বলে বিশ্বাস করি। আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘রিজভী তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে তুলনা করে তাকে হেয় করেছে। আবাসিক নেতার ন্যূনতম বোধটুকু থাকলে এমনটা করতেন না। আশা করব, ভবিষ্যতে তাদের নেত্রীকে আর হেয় করবেন না। এমনিতেই তাদের নেত্রী দুর্নীতির মামলায় জেলে রয়েছেন।’ স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে সভায় প্রাক্তন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৯/রেজা/রফিক