রাজনীতি

বাম জোটের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাম জোট সমর্থিত প্রগতিশীল ছাত্র ঐক্য। রোববার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। জোটের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন ডাকসু নির্বাচনে ভিপি পদে অংশ নেওয়া লিটন নন্দী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেবে ছাত্র ঐক্য। লিটন নন্দী বলেন, ১১ মার্চের নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। এই নির্বাচন আমরা মানি না। ত্রুটিপূর্ণ নির্বাচনকে আমরা বৈধতা দিতে পারি না। এই ডাকসু আমাদের ডাকসু। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। তিনি বলেন, নবনির্বাচিত ভিপির বক্তব্য ধোঁয়াশাপূর্ণ। তার বক্তব্য আন্দোলনের স্পিরিটের জন্য ক্ষতিকর। আমরা আশা করি তিনি আমাদের সমর্থন দেবেন। রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৯/ইয়ামিন/সাইফ