রাজনীতি

ফাতেমাকে প্রাপ্য ছাড়াও অগ্রিম টাকা দিচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা বেগমের পরিবারকে তার প্রাপ্য ছাড়াও অগ্রিম টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ‘গত কয়েকদিন আগে মিডিয়াতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা বেগমকে নাকি বেতন দেয়া হচ্ছে না বলে মিথ্যা রিপোর্ট করা করেছে। আমরা খোঁজ-খবর নিয়ে জেনেছি, ফাতেমা বেগমের বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে, ভয়ভীতি দেখিয়ে ম্যানেজ করে এই সংবাদ প্রচার করা হয়েছে। ফাতেমার পরিবারকে তার প্রাপ্য ছাড়াও অগ্রিম টাকা দেওয়া হয়েছে।’ ফাতেমা আদালতের নির্দেশনায় খালেদা জিয়ার সঙ্গে আছে জা‌নি‌য়ে বিএনপির এই নেতা ব‌লেন, ‘বেগম জিয়া হাঁটা-চলাতে অসুবিধা হয়। তার একজন সাহায্যকারী দরকার হয়। সেই বিবেচনায় ফাতেমা তার সঙ্গে আছেন। এটাও এখন হিংসুক সরকারের সহ্য হচ্ছে না। মিডিয়া এই নিয়ে গল্প তৈরি করছে এবং সরকারি হুমকির মুখে নানাজনকে নানা কথা বলতে বাধ্য করা হচ্ছে।’  খা‌লেদা জিয়ার প্যারোলে মুক্তি নি‌য়ে রিজভী বলেন, ‘সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ তাদের নেতারা খালেদা জিয়ার প্যারোল নিয়ে অস্থির। খালেদা জিয়া তো স্বাভাবিক আইনি প্রক্রিয়াতেই জামিনে মুক্তি পাবেন, তাহলে ক্ষমতাসীনদের এই প্যারোলের কথা বলাটা তো দূরভিসন্ধিমূলক। সরকারের গভীর ষড়যন্ত্র এবং কুমতলব এখন পরিষ্কার।’ ‘আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই জনগণ। প্যারোলের প্রশ্ন কেন আসছে ? তিনি তো নির্দোষ।’ রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১০ এ‌প্রিল ২০১৯/‌রেজা/ইভা