রাজনীতি

ছাত্রলীগের কমিটি পুনর্গঠন চেয়ে আল্টিমেটাম

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন চেয়ে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন পদবঞ্চিতরা। অন্যথায় সংগঠন থেকে গণপদত্যাগের হুমকি দিয়েছেন তারা। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই আল্টিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গত কমিটির প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু বলেন, ‘যারা সক্রিয়ভাবে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল তাদের একটি বৃহৎ অংশকে বাদ কিংবা সঠিক মূল্যায়ন না করে ছাত্রলীগে নিষ্ক্রিয়, সাবেক চাকরিজীবী, বিবাহিত, অছাত্র, গঠনতন্ত্রের অধিক বয়স্ক, বিভিন্ন মামলার আসামি, মাদকসেবী, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের দায়ে আজীবন বহিষ্কৃতসহ নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের পদায়ন করা হয়েছে। এমন ব্যক্তিদের পদায়ন ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণকর্মী হিসেবে আমাদের ব্যথিত করেছে।’ তিনি বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। দাবি মানা না হলে অনশন, বিক্ষোভ ও একযোগে পদত্যাগ করা হবে।’ এদিকে, সোমবার পদবঞ্চিতদের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি ও নবগঠিত কমিটির উপসাংস্কৃতিক সম্পাদক বি এম লিপি আক্তার। সংবাদ সম্মেলনে বলেন, ‘ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নিদের্শেই এই হামলা চালানো হয়। যারা হামলা করেছে তাদেরকে দিয়েই তদন্ত কমিটি করা হয়েছে। আমরা এই কমিটি মানি না।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নবগঠিত কমিটির উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফরিদা পারভিন, উপসাংস্কৃতিক সম্পাদক তিলোত্তমা শিকদার, উপপাঠাগার সম্পাদক জিয়াসমিন শান্তা, উপছাত্রবৃত্তি সম্পাদক শ্রাবণী শায়লা, উপ-আপ্যায়ন সম্পাদক খাজা খয়ের সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ মে ২০১৯/রেজা/সাইফুল