রাজনীতি

‘খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। মানুষ মারার ব্যবসা বাংলাদেশে চলবে না। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ খাদ্য, পানি ও ওষুধের দাবিতে মহানগর জাসদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, খাদ্যে ভেজালকারী, কেমিক্যাল মিশ্রণকারী, পানি দূষণকারীসহ যারা মানুষহত্যার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধেও তিনি একই নীতি গ্রহণ করবেন, এটাই আমাদের দাবি। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, ঈদের পর থেকে ভেজালের বিরুদ্ধে জাসদের ধারাবাহিক আন্দোলন চলবে। আপনারা সবাই এই আন্দোলনে যোগ দিবেন বলে আমি আশা করছি। ঢাকা মহানগর জাসদের নেতা মীর হোসেন আকতারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আক্তার, সহ-সভাপতি সফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আক্তার প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৯/হাসিবুল/রফিক