রাজনীতি

‘সবাই উত্তপ্ত হলে বক্তব্য দেবো কীভাবে’

সংসদ প্রতিবেদক : বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য নিয়ে প্রশ্ন করায় আবারও উত্তপ্ত হয়ে উঠে সংসদ অধিবেশন। রোববার জাতীয় সংসদে ২০১৮-২০১৯ সালের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি নির্ধারিত দশ মিনিটের বক্তৃতা দেন। তিনি বলেন, ‘এই সংসদে আসার আগে সংসদ নেতা বলেছিলেন আমাদের কথা বলতে দেবেন। কিন্তু আমার প্রথম বক্তৃতার দুই মিনিটের এক মিনিটও শান্তিমতো কথা বলতে পারিনি। একই ঘটনা আজকেও।’ রুমিন ফারহানা বলেন, ‘আমরা কথা বলতে পারছি না। কোন গণতন্ত্রের কথা বলছি। আমি আমার দলের কথা বলব, তারা তাদের দলের কথা বলবে। আমি দাঁড়াবার সঙ্গে সঙ্গে পুরো সংসদ যদি উত্তেজিত হয়ে যায়, তাহলে কীভাবে কথা বলব।’ রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৯/আসাদ/সাইফ