রাজনীতি

‘সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে’

নিজস্ব প্রতিবেদক : সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

বৃহস্পতিবার ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বেগম খালেদা জিয়ার মুক্তি ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ।

তিনি বলেন, ‘বাংলাদেশ কোনদিন পরাজিত হয়নি, হবেও না। বাংলার অকুতোভয় সন্তানরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়ে গেছে। এই দল যে কয়বার বিনা ভোটে সরকার পরিচালনা করেছে, তাতে বাংলাদেশের মানুষকে সুখ দিতে পারেনি, সংবিধানের প্রতি সম্মান দেখাতে পারেনি। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সরকার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম। সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ  প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/সাওন/ইভা