রাজনীতি

আন্দোলনের সক্ষমতা নিয়ে বিএনপিকে চ্যালেঞ্জ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে দলটিকে আন্দোলনের সক্ষমতা দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি আওয়ামী লীগ বা বিএনপির বিষয় নয়। আদালতের বিষয়। বিএনপির যদি সক্ষমতা থাকে খালেদা জিয়ার জন্য আন্দোলন করে না কেন? তারা শুধু মুখে হাকডাক দেয়। দেখি না তারা আন্দোলন করে খালেদা জিয়াকে বের করুক।’

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের কিছু করার নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার জামিনের ব্যাপার বরাবরই আদালতের বিষয়। আওয়ামী লীগ তাকে জেলে বন্দি করেনি। আদালতের আদেশে দুর্নীতি মামলায় তিনি কারাগারে আছেন। এটা আইনের ব্যাপার। আইনিভাবে তাকে বের করে আনতে পারলে সেটা আপনাদের ব্যাপার। সরকার তাকে মুক্তি দিতে পারে না। কারণ বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগে সরকার হস্তক্ষেপ করে না।’

দেশে গণতন্ত্র নেই বলে বিএনপির অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রের কোনো সংকট নেই। গণতন্ত্রের সংকট আছে বিএনপিতে। নিজে নির্বাচিত হয়ে মির্জা ফখরুল সাহেব সংসদে গেলেন না। কোন কৌশলে নির্বাচনে জিতে সংসদে যোগ দিলেন না। অথচ সেই আসনে তার লোক নির্বাচনের অংশ নিলো-এই প্রশ্নের জবাব দেশবাসী জানতে চায়।’

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/রেজা/ইভা