রাজনীতি

ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ৩০ জুলাই

জ্যেষ্ঠ প্রতিবেদক : ভারতে মুসলিম হত্যার অভিযোগ এনে তার প্রতিবাদে ৩০ জুলাই ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি দিয়েছে চরমোনাইপীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে দলটির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক সভায় দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এ কর্মসূচি ঘোষণা করেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে ৩০ জুলাই ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি দেয়া হবে। তিনি দেশবাসীকে দলমত নির্বিশেষে গণ মিছিলে থাকার আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে তারবিয়াতে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, নগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক ডা. শাহিদুল ইসলাম, মুহাম্মাদ নুরুজ্জামান সরকার, মুহাম্মাদ হুমায়ুন কবীর, মাওলানা নজরুল ইসলাম, অধ্যাপক নাছির উদ্দিন, মাওলানা আব্দুর রাজ্জাক, নাজির আহমেদ শিবলী প্রমুখ বক্তব্য রাখেন। রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/সাইফ