রাজনীতি

‘বাবা তুমি কথা বলছ না কেন?

জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘বাবা তুমি কথা বলছ না কেন? আমি তোমার মেয়ে জেবা। আমাকে দেখ, তুমি না দেখলে আমি এখান থেকে যাব না। তুমি ছাড়া আমাকে দেখবে কে?’

সোমবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উদ্দেশ্যে কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় থেকে যখন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কান্নাজড়িত কণ্ঠে জেবা নামের একটি মেয়ে চিৎকার করে কথাগুলো বলছিলেন।

একপর্যায়ে কাঁদতে কাঁদতে মরদেহবাহী গাড়ির দিকে যেতে চাইলে তার আত্মীয়-স্বজন মেয়েটিকে স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। এরশাদের মরদেহ চলে যাবার পর কাকরাইলে অফিসের নীচে অনেকক্ষণ কেঁদেছেন তিনি।

এ সময় মেয়েটির সঙ্গে থাকা এক ব্যক্তি বলেন, ‘তার নাম জেবা। এরশাদকে বাবা বলে ডাকতেন। মেয়ে হিসেবে প্রতি মাসে তার জন্য খরচ দিতেন এরশাদ।’

তার বাড়িঘর কোথায় জিজ্ঞেস করা হলে তিনি জানান, খবর পেয়ে জেবা শুক্রবার বিদেশ থেকে আসেন। তার জামাই আসতে পারেননি। তবে এই মেয়েকে কাকরাইলের অফিসে দলের নেতা-কর্মী কেউ চেনেন না।

নেতারা বলেন, এই মেয়েকে তো চিনি না। তবে লন্ডনে এরশাদের পালিত কন্যা জেবিন রয়েছে। সে তো আর দেশে আসেনি। রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/সাইফ