রাজনীতি

এরশাদের কফিন ধরে কান্নার রোল

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে কাছে পেয়ে দলের নেতাকর্মীরা অঝোরে কেঁদেছেন। কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তারা চিৎকার করে বিলাপ করেছেন। কেউ কাউকে সান্ত্বনা দিতে পারছিলেন না। এরশাদের কফিন ধরে নেতাকর্মীদের কান্নার রোল।  সবার চোখেই জল। এ এক মর্মস্পর্শী দৃশ্য।

সোমবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে শেষ শ্রদ্ধা নিবেদনের সময়ের চিত্র এটি।

সংসদ ভবন থেকে দ্বিতীয় জানাজা শেষে যখন এরশাদের মরদেহ কাকরাইলে এসে পৌঁছায় তখন হাজারো নেতাকর্মীর ভিড়। তারা প্রিয়নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। নেতাকর্মীদের কান্নায় হু হু করে এক অপরকে জড়িয়ে কাঁদতে থাকেন ছোটভাই জিএম কাদের, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বর্তমান মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী  মীর আব্দুস সবুর আসুদ, লিয়াকত হোসেন খোকা, রেজাউল ইসলাম ভুইয়া, তাজ রহমান, আলমগীর সিকদার লোটন, ইকবাল হোসেন রাজু, জহিরুল আলম রুবেল, নাজমা আখতার এমপি, আশরাফ সিদ্দিকী, সুলতান মাহমুদ, অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, মনোয়ারা বেগম মানু, মাহমুদা রহমান মুন্নী, রুনা আকবর, রিতুনূর, মন্টি, প্রিয়াংকা, সুমন আশরাফ, দ্বীন মোহাম্মদ, হাসান ইফতেখার, মিজানুর রহমান মিরু, কাকরাইল অফিসের স্টাফ বেলাল উদ্দিন, ফরহাদ, মাহবুবসহ একে একে সবাই তাদের প্রিয় নেতার জন্য কাঁদছে।

যখন যাকে চোখে পড়েছে, সবার চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। কাকরাইলে জাতীয় পার্টি অফিসে এটাই এরশাদের শেষ আসা। বিকেল ৪টার দিকে চোখের জলে প্রিয় নেতা এরশাদকে নেতাকর্মীরা বিদায় দেন।  এসময় এরশাদের কফিন ফুলে ফুলে সুশোভিত।

 

এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় দুই লাইনে সারিবদ্ধভাবে দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ এরশাদকে শেষ বারের মত দেখে নেন। দেশের প্রায় প্রত্যেক জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা পৃথক ভাবে ফুলের তোড়া দিয়ে এরশাদকে শ্রদ্ধা জানান। ।দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মানুষের লাইন। সাবেক এই রাষ্ট্রপতিকে একবার হলেও দেখার অপেক্ষা তাদের মধ্যে। দুপুরে মানুষের লাইন ছিল কাকরাইলে পার্টি অফিস থেকে রাজস্ব ভবনের গেটে পর্যন্ত। সারাদেশ থেকে নেতাকর্মীরা তো এসেছেন, অনেক আমলা, পেশাজীবীও এরশাদকে এক নজর দেখতে আসেন। কাকরাইলে জাতীয় পার্টির পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সহযোগী সংগঠনগুলোও পৃথকভাবে শ্রদ্ধা জানান।

এরশাদকে শ্রদ্ধা নিবেদন করতে আসেন তার জাতীয় পার্টি ছেড়ে যাওয়া কাজী জাফরের জাতীয় পার্টির নেতারা। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, নওয়াব আলী আব্বাস খান, আলহাজ্ব সেলিম মাষ্টার, যুগ্ম মহাসচিব, এ.এস.এম শামীম, এ.ইউ.এম মামুন চৌধুরী, গাজী ওমর ফারুক, কাজী জাফর আহমদের একান্ত ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফাসহ নেতাকর্মীরা এরশাদকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জাসদ, বাংলাদেশ পিপলস পার্টি, জনদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এরশাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ডিপিডিসি শ্রমিক ইউনিয়নসহ বেশ কিছু পেশাজীবী সংগঠন ফুল দিয়ে শেষ বিদায় জানান সাবেক এই রাষ্ট্রপ্রধানকে। রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/ সাজেদ