রাজনীতি

\`সন্ত্রাস উইপোকার মতো রাষ্ট্র-সমাজকে খেয়ে ফেলছে\`

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস উইপোকার মতো রাষ্ট্র-সমাজকে ভেতর থেকে খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

কুমিল্লা আদালতের বিচারক, কর্মকর্তা, পুলিশ, আইনজীবী ও বিচার প্রার্থীদের সামনে একজন আসামী আরেকজন আসামীকে কুপিয়ে হত্যায় বিস্ময় প্রকাশ করে এটাকে নজিরবিহীন নৃশংস হত্যাকাণ্ড বলেও উল্লেখ করেন রিজভী।

দেশে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌস সাংবাদিকদের বলেছেন, ‘এই হত্যার শিকার আমিও হতাম, কিংবা এটির শিকার আমার কোনো সহযোগী বা কোনো আইনজীবীও হতে পারতেন। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের আসলে কোনো নিরাপত্তাই নেই।’

রিজভী বলেন, ‘দেশে কী ভয়ঙ্কর পরিস্থিতি হলে একজন বিচারক এজলাসে তাঁর নিজের নিরাপত্তা নিয়ে এমন আতঙ্কবোধ করছেন।’

তিনি বলেন, ‘সন্ত্রাসের নিরবচ্ছিন্নতা ও প্রসারে দেশজুড়ে জনগণের মধ্যে নীরব আতঙ্ক বিরাজ করছে। দেশজুড়ে কেবল গুম, খুন, ধর্ষণ, হামলা-মামলা, নারী-শিশুদের ওপর পাশবিক নির্যাতন, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা, আগুনে পুড়িয়ে লোমহর্ষক কায়দায় হত্যাসহ দেশ ভরে উঠেছে অনাচার অবিচারের মহামারিতে। আর সরকার ব্যস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখতে।’ রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/সাওন/হাকিম মাহি