রাজনীতি

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জিএম কাদেরের

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের বন্যাকবলিত এলাকায় বানভাসী মানুষদের বিপদে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জিএম কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন প্রাকৃতিক দুর্যোগের সুদক্ষ ব্যবস্থাপক। উনি বেঁচে থাকলে আজ বন্যাকবলিতদের পাশে ছুঁটে যেতেন। আপনাদের যার যা আছে তাই নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ান। দেশবাসীকেও অনুরোধ করছি তাদের পাশে দাঁড়াতে।’ জাতীয় পার্টির পক্ষ থেকে টিম গঠন করে বন্যা দুর্গত এলাকায় যাওয়ার কথা বলেন জাপা চেয়ারম্যান।

এসময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ,  সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/ইভা