রাজনীতি

মেয়র-মন্ত্রীকে দায়িত্বশীল বক্তব্য দেয়ার পরামর্শ কাদেরের

 জ্যেষ্ঠ প্রতিবেদক : ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও সিটি কর্পোরেশনের মেয়রদের দায়িত্বশীল বক্তব্য দেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তারা (স্বাস্থ্যমন্ত্রী ও মেয়র) দুজনই যেটা বলেছেন সেটা তাদের নিজেদের মতামত হতে পারে। ডেঙ্গুকে সহজভাবে নেওয়ার উপায় নেই। অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে বলে আমরা যে নিজেদের দায়িত্ব উপেক্ষা করব এর কোনো সুযোগ নেই। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা অনেক সময়ই এমন দায়িত্বহীন কথাবার্তা বলে থাকি। ডেঙ্গু নিয়ে জনগণের উদ্বেগ রয়েছে। এ সময় আমাদের সবার কথাবার্তা সংযত হওয়া উচিত। সবার দায়িত্বশীল কথাবার্তা বলা উচিত। কথা বেশি না বলে সবাই কাজে মনোনিবেশ করবেন এটাই আমি সব নেতাকর্মীকে আহ্বান জানাচ্ছি।’

ডেঙ্গুকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই জানিয়ে সেতু মন্ত্রী বলেন, ‘মশার উপদ্রব থেকে জনগণকে বাঁচাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। দুই সিটি কর্পোরেশন এ বিষয়ে উদ্যোগ নিয়েছে‌। আসলে সমন্বিতভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। সবাইকেই সতর্ক হতে হবে।’

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৯/রেজা/শাহেদ