রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ চান নাসিম

জ্যেষ্ঠ প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে দুই সিটি করপোরেশনের মেয়রের প্রতি পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দল আয়োজিত ‘সামাজিক অবক্ষয় রোধ, ডেঙ্গু প্রতিরোধ ও দেশব্যাপী গুজবের বিরুদ্ধে মতবিনিময়’ সভায় তিনি এ আহ্বান জানান।

নাসিম বলেন, ‘ডেঙ্গুর বিস্তার উদ্বেগজনক। এ বছর এর প্রকোপ বেশি। দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এটি উদ্বেগের।’

ঢাকা সিটি মেয়রদের উদ্দেশ্যে সাবেকে এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অহেতুক ও অযৌক্তিক কথা না বলে ডেঙ্গুর উৎস এডিস মশা দমনে সমন্বিতভাবে কাজ করুন। যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার মতো মনোভাব নিয়ে কাজ করুন।’

‘অবশ্যই আমরা এডিস মশা নির্মূল করতে পারব।  ঘাবড়াবেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে একসঙ্গে কাজ করুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এক্ষেত্রে সম্পৃক্ত করা যেতে পারে’, বলেন নাসিম।

গুজব রটানোদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোনোদিনও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না। প্রিয়া সাহার জন্য তা নষ্ট হবে না। আমরা সব ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্রকে মোকাবিলা করব।’

সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘ডেঙ্গু ও ছেলেধরা গুজবে কেউ কেউ ভীতিগ্রস্ত। তবে এতে ভীত হওয়ার কিছু নেই। গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে সরকারের পতন ঘটানো যায় না। জঙ্গি ও সাম্প্রদায়িকতার মদদ যেখান থেকে আসে সেখান থেকে গুজব ছড়ানো হচ্ছে।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষনেতা কাজল দেবনাথ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৮ জুলাই ২০১৯/রেজা/সাইফ